ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

আজিজের দুর্নীতি তালাশে দুদক গোয়েন্দারা মাঠে

২০২৪ জুন ০৩ ১২:৪৫:০০
আজিজের দুর্নীতি তালাশে দুদক গোয়েন্দারা মাঠে

নিজস্ব প্রতিবেদক : সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতির তথ্য সংগ্রহ করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের গোয়েন্দা ইউনিটের সদস্যরা ঢাকা, চাঁদপুর সদর ও মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় গোপনে তল্লাশি চালাচ্ছেন।

দুদক সূত্রে জানা গেছে, দুদকের প্রধান কার্যালয়ের একজন পরিচালকের নেতৃত্বে ৯ সদস্যের একটি গোয়েন্দা দল এই বিষয়ে কাজ করছে। গোয়েন্দা সদস্যরা মূলত আজিজের অবৈধ সম্পদ, মানি লন্ডারিং, তার ভাইদের আর্থিক দুর্নীতি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট জালিয়াতির তথ্য সংগ্রহ করছেন।

এদিকে আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ আমলযোগ্য কি না তা খতিয়ে দেখছে দুদকের যাচাই-বাছাই কমিটি (জাবাক)। বিশেষ করে আজিজ আহমেদের বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন এবং একজন আইনজীবীর অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এই প্রসঙ্গে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ গত বুধবার সাংবাদিকদের বলেছেন, আজিজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ দুদকের নির্ধারিত অপরাধের আওতায় পড়ে কি না তা খতিয়ে দেখা হবে। অভিযোগ আমলযোগ্য হলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। অভিযোগটি যাচাই-বাছাই কমিটিতে পাঠানো হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দুদক কর্মকর্তাদের মতে, বিশেষ গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্তের আগে দুদকের নিজস্ব গোয়েন্দা ইউনিট সাধারণত গোপনে তথ্য সংগ্রহ করে থাকে। এসব তথ্য ও সুপারিশের ভিত্তিতে কমিশন তদন্ত শুরুর নির্দেশ দেয়। কমিশন অনুমোদন দিলে তদন্ত পরিচালনার জন্য পৃথক কমিটি গঠন করা হয় এবং সেই কমিটি প্রকাশ্যে অনুসন্ধান শুরু করে।

শেয়ারনিউজ, ০৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে