ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ভাতের নিচে গাঁজা, পাচারকারী নারী আটক

২০২৪ মে ৩০ ২২:৪৩:১৬
ভাতের নিচে গাঁজা, পাচারকারী নারী আটক

নিজস্ব প্রতিবেদক : টিফিন ক্যারিয়ারে উপরের বাটিতে রান্না করা মুরগির মাংস। নিচের তিন বাটিতে উপরে ভাত, নিচে পাচার করার গাঁজা। প্রথম দেখায় মনে হবে কারো জন্য গরম ভাত-মাংস রান্না করে নিয়ে যাচ্ছেন। তবে খাবারের নিচে গাঁজা রাখা হয়েছে, এটা বোঝার কোন উপায় নেই। আবার সেই গাঁজা ভর্তি টিফিন ক্যারিয়ার বহন করছেন এক নারী।

আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে কুমিল্লায় মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে এমন ঘটনাই দেখা গেল। আটক নারীর নাম হেলেনা বেগম। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী এলাকায়।

কুমিল্লার জেলার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় ঢাকাগামী একটি এসি বাস তল্লাশি করে ওই নারীকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা টিফিন ক্যারিয়ার ও ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা উদ্ধার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, দিন দিন অভিনব কায়দায় মাদক পাচার হচ্ছে। আমরাও টহল বাড়াচ্ছি। আজকের ঘটনা অবিশ্বাস্য। টিফিন ক্যারিয়ারসহ ওই নারীকে আটক করা হয়।

তিনি বলেন, প্রথমে আমরা ভাত মাংসই ভেবেছিলাম। কিন্তু পরে দেখি, তার মধ্যে পুরোটাই গাঁজা। শুধু ওপরে দিয়েই ভাত মাংস ছিল।

ইমরুল হাসান জানান, ওই নারীর কাছে থাকা টিফিন ক্যারিয়ার থেকে আমরা তিন কেজি গাঁজা ও আরেকটি ব্যাগে থাকা আরও পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হচ্ছে।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে