ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান

২০২৪ মে ২৮ ১৬:৩৯:৫২
পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু অস্ত্রের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সহজ কথায়, দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি।

একই সঙ্গে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) সঙ্গেও সহযোগিতা বাড়াতে চায় দেশটি।

সোমবার (২৭ মে) আইএইএতে প্রকাশিত দুই পৃথক নথির প্রতিবেদন অনুসারে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ ২০১৫ সালে নির্ধারিত পরিমাণের চেয়ে কমপক্ষে ৩০ গুণ বেশি।

আইএইএ রিপোর্ট অনুযায়ী, ইরানে বর্তমানে ১৪২.১০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ হয়েছে ৬০ শতাংশ, যা ফেব্রুয়ারির তুলনায় ২০ কেজি বেশি।

ওয়াশিংটন ডিসি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিসের অপ্রসারণ ও বায়োডিফেন্স প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর আন্দ্রেয়া স্ট্রাইকার ইরান ইন্টারন্যাশনালকে বলেছেন, ‘এটি খুবই ভীতিকর ছবি যে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশটি বিপজ্জনকভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের কাছাকাছি চলে যাচ্ছে।’

তার মতে, এখন ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে প্রায় চারটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। একটি দেশ সরাসরি পারমাণবিক অস্ত্রের জন্য এই সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করতে পারে। উপরন্তু, ইরানের সম্ভবত মোট ১৩টিরও বেশি অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম মজুদ রয়েছে। তারা প্রায় পাঁচ মাসের মধ্যে এটিকে সম্পূর্ণ অস্ত্র-গ্রেড ইউরেনিয়ামে আপগ্রেড করতে সক্ষম হবে।

পাঁচ মাসে সম্ভব না হলে বড়জোর ছয় মাস লাগবে বলে মনে করেন এই স্ট্রাইকার। এরপর তাদের সেই জ্বালানিটিকে পারমাণবিক বোমাতে তৈরি করতে আরও অন্তত ছয় মাস সময় লাগবে এবং তারপরে আরও এক বছরের বেশি সময় লাগবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্থাপন করতে।

এই গবেষকের মতে, মূলত একবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ২০ শতাংশ স্তরে পৌঁছানোর অর্থ প্রযুক্তিগত স্তরে বেশিরভাগ কাজ শেষ করে ফেলা। তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি মাত্র কয়েকদিনের ব্যাপার।

শেয়ারনিউজ, ২৮ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে