ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

সরাসরি সিলেট-মদিনা রুটে বিমানের ফ্লাইট চালু

২০২৪ মে ২২ ২১:০৫:৪০
সরাসরি সিলেট-মদিনা রুটে বিমানের ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক : সরসারি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় ফ্লাইট চালু হয়েছে। বুধবার (২২ মে) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ৩৮৯ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে যায়।

এর আগে, ওসমানী বিমানবন্দরে সিলেট-মদিনা হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এসময় তিনি হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সিলেট অঞ্চলের হজযাত্রীদের জন্য এবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৫টি ফ্লাইটে মোট ২ হাজার ৯৫ হজযাত্রী পরিবহন করা হবে। প্রথম দিনের ফ্লাইট ছাড়া বাকিগুলো পরিচালিত হবে সিলেট-জেদ্দা রুটে। বাকি চারটি ফ্লাইটের শিডিউল হচ্ছে আগামী ১, ৩, ৬ ও ৯ জুন।

সিলেট-৫ আসনের সাংসদ হুছামুদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বাংলাদেশ বিমানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে