ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

কলকাতায় এমপির মরদেহ উদ্ধার ঘটনায় যা বললেন আইজিপি

২০২৪ মে ২২ ১৩:৪০:৪১
কলকাতায় এমপির মরদেহ উদ্ধার ঘটনায় যা বললেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় ভারত ও বাংলাদেশের পুলিশ এক সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

আজ বুধবার (২২ মে) তিনি বলেছেন, এমপির মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ এক সঙ্গে কাজ করছে। এদিন সকালে রাজধানীর বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এমপি আনার মারা গেছেন নাকি জীবিত আছেন— এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি এখনো ভারতীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তারা অফিসিয়ালি জানালেই আমরা জানাতে পারব।

জানা গেছে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে নিখোঁজ আনোয়ারুল আজিম আনারের মরদেহ কলকাতার নিউটাউন এলাকার সঞ্জিভা গার্ডেন থেকে উদ্ধার করা হয়েছে। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এই তথ্য জানিয়েছে।

কলকাতার টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়, গত ১২ মে কলকাতায় যান আজিম। একজন অফিসারের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও তিনজন। বরানগর এলাকার সিঁথিতে যে বন্ধুর বাড়িতে উঠেছিলেন আজিম তার নাম গোপাল বিশ্বাস।

প্রতিবেদনে বলা হয়, গত ১৩ মে দুপুর ১টা ৪১ মিনিটে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে ওঠেন আজিম। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান সংসদ সদস্য আজিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ এই বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না।

সংশ্লিষ্টরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে, কারা আজিমের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার এই তদন্তে কাজ করছে বিধাননগর পুলিশ কমিশনার, আইবি ও এসটিএফ।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে