ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন অর্থমন্ত্রীর ভাই

২০২৪ মে ২২ ১৩:১৪:২৩
জিতলেন স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক, হারলেন অর্থমন্ত্রীর ভাই

নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশের ১৫৬টি উপজেলায় মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

দ্বিতীয় দফা নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের শ্যালক হামিদ লতিফ ভূঁইয়া কামাল।

অন্যদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান পদে হেরেছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই গোলাম সারোয়ার।

প্রাপ্ত তথ্যমতে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালে হামিদ লতিফ ভূঁইয়া কামাল আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এন এম মইনুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৫৪ ভোট।

অন্যদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাচনেসাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ার কাপ-পিরিচ প্রতীক নিয়ে এবার ১৪ হাজার ৩১৪ পেয়ে হেরেছেন। তিনি এই উপজেলার টানা তিনবারের চেয়ারম্যান। গোলাম সারওয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

এই উপজেলায় হেলিকপ্টার প্রতীকে ২০ হাজার ৭৬৩ ভোট পেয়ে উপজেলার টানা তিনবারের চেয়ারম্যান গোলাম সারওয়ারকে হারিয়ে এবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন আনারস প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭৯০ ভোট। সেদিক থেকে এবার গোলাম সারওয়ার তৃতীয় অবস্থানে আছেন।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে