ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ

২০২৪ মে ২২ ১০:৫৮:৩৪
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ

নিজস্ব প্রতিবেদক : বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারে একীভূতকরণ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে ক্যাডারে কিছু সংস্কারসহ নতুন আদেশ জারি করা হয়েছে।

১৯৮০ সালে প্রবর্তিত এ ক্যাডারটির কয়েকটি পদ বিলুপ্ত ও নতুন একটি পদ সৃষ্টি করে সম্প্রতি নতুন আদেশ জারি করেছে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশটি রবিবার (১৯ মে) গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

এ আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস (বাণিজ্য) নামে নতুন সার্ভিস গঠিত হবে বলে। ১৯৮০ সালের Bangladesh Civil Service (Trade) Composition and Cadre Rules, 1980 রহিতকরণের কথাও বলা হয়েছে আদেশে।

এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম সোহেল গণমাধ্যমকে বলেন, এটাকে ১৯৮০ সালের আদেশের সংশোধনী বলতে পারেন। কিছু পদ বিলুপ্ত ও নতুন পদ সৃষ্টির জন্য এ আদেশ জারি করা হয়েছে।

পদগুলো বিলুপ্ত না হওয়ার কারণে একটি জটিলতা তৈরি হয়েছিল জানিয়ে তিনি বলেন, ক্যাডারের নিয়োগ ও পদোন্নতি বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে এই সংশোধন আনা হয়েছে।

বাণিজ্য ক্যাডার প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হবে কি হবে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগাম কোনও মন্তব্য করতে চাই না। আর এই আদেশের মাধ্যমে বাণিজ্য ক্যাডার বিলুপ্তির পদ বন্ধ হচ্ছে এমনটি বলা যাবে না। এ আদেশের পরেও চাইলে এ ক্যাডার বিলুপ্ত করে অন্য ক্যাডারের সঙ্গে একীভূত করা যাবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৮০ সালে গ্রেড-২ থেকে নবম গ্রেড পর্যন্ত ১০০ পদ ছিল। ১৯৯৪ সালে আরও ১৬টি পদ তৈরি করা হয়। এ ১১৬ পদের মধ্যে বিদেশি মিশনে ৩৩, রিজার্ভ ৪ ও প্রেষণে ১৩টি ছিল। ১৯৯৯ সালে পদসংখ্যা কমিয়ে ৬৬ করা হয়। পরে আরও কমে বর্তমানে ৩২টি হয়েছে। ৩২টি পদ থাকলেও বর্তমানে বাণিজ্য ক্যাডারে কর্মরত রয়েছে মাত্র ১৩ জন।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ আদেশের ফলে বিসিএস বাণিজ্য ক্যাডার বিলুপ্ত করে প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূতকরণের প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হলো।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে