ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
Sharenews24

ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ছেন ক্লাউস

২০২৪ মে ২২ ০৯:৫৭:১৭
ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যানের পদ ছাড়ছেন ক্লাউস

আন্তর্জাতিক ডেস্ক : ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব সংস্থাটির নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে সরে দাড়াচ্ছেন। আগামী বছরের শুরুতে তিনি নন-এক্সিকিউটিভ দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউইএফ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ক্লাউস শোয়াব নির্বাহী চেয়ারম্যান থেকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদের দায়িত্ব নেবেন।

এছাড়া ফোরামের বিশিষ্ট ট্রাস্টি বোর্ড চারটি কৌশলগত কমিটি দ্বারা সংগঠিত হবে যাতে সংগঠনের কাজের প্রভাবকে আরও শক্তিশালী করা যায়।

সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা ডব্লিউইএফ। ১৯৭১ সালে ক্লাউস শোয়াব বিশ্ব অর্থনৈতিক ফোরামের গোড়াপত্তন করেন।

সংগঠনটির সভায় বিশ্বের স্বাস্থ্য ও পরিবেশ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য বিশ্বের সর্বোচ্চ ব্যবসায়িক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক রাজনৈতিক নেতা, খ্যাতনামা বুদ্ধিজীবী, ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়।

শেয়ারনিউজ, ২২ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে