ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

২০২৪ মে ২২ ০৫:৫৪:৩১
ছাত্রদলের সাবেক সভাপতি–সহসভাপতিকে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনে দুর্বৃত্তদের হামলায় হাতুড়িপেটার শিকার হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দুই নেতা।

তাঁরা হলেন– কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ (৩৭) ও সাবেক সহ-সভাপতি ঝলক (৩৫)।

গুরুতর আহত অবস্থায় মঙ্গলবার রাত ১০টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা জানায়, শিল্পকলা একাডেমির সামনে বসে থাকা অবস্থায় ২০ থেকে ২২ জন দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তাদের হাতুড়ি দিয়ে মারধরের পাশাপাশি কুপিয়ে জখম করা হয়। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়।

পরে আহত ঝলককে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে কারা তাদের ওপর হামলা করেছে তা নিশ্চিত করতে পারেননি হতাহতরা।

হামলার শিকার শ্রাবণের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো অভিযোগ করা হয়নি। এর কারণ হিসেবে শ্রাবন বলেন, পুলিশের কাছে গেলে উল্টো আমাদেরকেই আসামি করে মামলা করে দেবে।

এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ ও সাবেক সহ-সভাপতি ঝলকের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, এই সরকার সারাদেশকে রক্তাক্ত করছে। তারা গণতন্ত্রের সৈনিকদের রক্তে উল্লাস করছে। কিন্তু সংগ্রামের রক্ত ​​কখনো বৃথা যায় না। বাংলার মাটিতে একদিন সব কিছুর বিচার হবে।

শেয়ারনিউজ, ২১ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে