ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ চায় কানাডা

২০২৪ মে ২০ ১২:৪৩:০১
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ চায় কানাডা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণ করতে চায় কানাডা। পাশাপাশি সাইবার নিরাপত্তা সেক্টরেও কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটির প্রতিনিধি দল।

রোববার (১৯ মে) বিকেলে ঢাকায় মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর অফিস কক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল জে থোপিলের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে কানাডার বাণিজ্য প্রতিনিধি পল জে থপিল বলেন, ‘আমরা সুদূরপ্রসারী লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগে আগ্রহী। এর মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে ও উভয় পক্ষ লাভবান হবে।

তাছাড়া শ্রমিক অধিকার রক্ষা, শ্রমনীতি প্রতিপালন এবং ট্যারিফ নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলে জানান তিনি।

কানাডাতে দক্ষ ও বিশ্বমানের সাইবার সিকিউরিটি ফার্ম রয়েছে উল্লেখ করে কানাডার বাণিজ্য প্রতিনিধি বলেন, বাংলাদেশের সাইবার নিরাপত্তা সেক্টরেও কাজ করতে আগ্রহী কানাডা।

এসময় শিল্পমন্ত্রী বলেন, পোশাক শিল্প ছাড়াও বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস্, চামড়া ও জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ শিল্প যথেষ্ট সম্ভাবনাময়। বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে শিল্পায়ন ও সুষম অর্থনৈতিক উন্নয়নে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হয়েছে। যে কারণে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য বাংলাদেশ।

তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) শিল্পখাতে দক্ষ জনবল সৃষ্টিতে নিয়মিত প্রশিক্ষণ দেয়া এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গুণগত মানের পণ্য উৎপাদনে নিবিড় মনিটরিং অব্যাহত রেখেছে। তাই কানাডাকে বাংলাদেশের শিল্পখাতে দক্ষতা উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিলুফার নাজনীন, এস এম আলম ও কামরুন নাহার সিদ্দীকা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২০ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে