ঢাকা, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
Sharenews24

জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

২০২৪ মে ১৩ ১৭:৩৫:০২
জন্মের তিন বছর পর ছেলের মুখ দেখালেন নুসরাত

বিনোদন ডেস্ক : ২০২১ সালে প্রথম সন্তানের মা হন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে জন্মের তিন বছর পর ভক্তদের ছেলের মুখ দেখালেন অভিনেত্রী। খবর হিন্দুস্তান টাইমসের

প্রতিবেদনে বলা হয়, ছেলে ইশানের জন্মের পর তাকে এতদিন ক্যামেরার সামনে আনেননি অভিনেত্রী নুসরাত জাহান। মা দিবসে প্রথম প্রকাশ করলেন ইশানের ছবি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত।

এর আগে ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ক্যামেরায় ধরা পড়েছে ইশান। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েও পড়েছিল। তবে এবার প্রথম দেখা গেল তার স্পষ্ট ছবি।

এর আগে, নুসরাতের ছেলের পিতৃ পরিচয় নিয়ে নানা ওঠে প্রশ্ন উঠে। যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। এমনকি জন্মসনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে