ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

নিউইয়র্কে মায়ের জন্য মাহফিলের আয়োজন করলো বেবি নাজনীন

২০২৪ মে ১৩ ১০:০১:১৩
নিউইয়র্কে মায়ের জন্য মাহফিলের আয়োজন করলো বেবি নাজনীন

বিনোদন ডেস্ক : মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী পালিত হয় মা দিবস। বাংলাদেশের মানুষও মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার সাথে এই দিনটি উদযাপন করে। তবে গায়িকা বেবি নাজনীনের জন্য এই মা দিবসটি বিষন্নতায় ভরা। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই কোকিলকণ্ঠী গায়িকা। এরমধ্যে গত ১৭ এপ্রিল ঢাকায় বসবাসরত মা আবিদা মনসুরকে হারালেন তিনি।

মায়ের এই প্রস্থানে দূর পরবাসে মুষড়ে পড়েন বেবী। এরমধ্যেও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পূর্ব নির্ধারিত কনসার্টে অংশ নিয়েছেন তিনি।

গানের এই ব্যস্ততা থেকে এবার খানিক ছুটি নিলেন। নিউইয়র্কের কুইন্স প্যালেসে আয়োজন করতে যাচ্ছেন মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিলের।

মা দিবসে (১২ মে) নিউইয়র্ক থেকে এই শিল্পী জানান, ১৩ মে মাগরিবের নামাজের পর তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। সেখানে বসবাসরত তার বন্ধু, স্বজন ও ভক্তদের এই মাহফিলে অংশ নেওয়ার আহ্বান জানান।

বেবী নাজনীনের ছোটভাই সাংবাদিক এনাম সরকার ঢকা থেকে জানান, তাদের মা দীর্ঘদিন ধরে কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন।

সর্বশেষ রোজার ঈদের আগে শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আর ঘরে ফেরা হয়নি আবিদা মনসুরের।

১৭ এপ্রিল গুলশানের একটি মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় আবিদা মনসুরের মরদেহ।

বেবী নাজনীনের বাবা মনসুর সরকার জাতীয় বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির যন্ত্রশিল্পী ছিলেন। ২০১৬ সালে বাবাকে হারিয়েছেন এই গায়িকা।

শেয়ারনিউজ, ১৩ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে