ঢাকা, বুধবার, ১ জানুয়ারি ২০২৫
Sharenews24

ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

২০২৪ মে ১৩ ০৬:৩০:১২
ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

বিনোদনপ্রতিবেদক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। খুব অল্প বয়সে বিয়ে করেছেন তিনি। পরিচালক রাজীব কুমার বিশ্বাস তার প্রথম স্বামী।

এরপর কোল জুড়ে আসে অভিমন্যু চট্টোপাধ্যায়। শ্রাবন্তীর একমাত্র সন্তান। তবে স্বামী রাজীবের সঙ্গে তার সম্পর্ক টেকেনি। বিবাহবিচ্ছেদের পরে, অভিমন্যু তার মায়ের কাছে বেড়ে ওঠেন। শ্রাবন্তী একাই কাজ, সংসার, সন্তান সামলিয়েছেন।

অভিমন্যু এখন বড় হয়েছে। এছাড়াও বেশ কয়েক বছর ধরে সম্পর্ক রয়েছে। শ্রাবন্তী অতীতে অনেক সাক্ষাৎকারে বলেছেন, ছেলে অভিমন্যু তার বন্ধুর মতো। সে তার মায়ের সাথে জীবনের সব খুঁটিনাটি এবং গোপনীয়তা শেয়ার করে। এমনকি ছেলের বান্ধবীর সঙ্গে বিদেশ সফরে যেতেও দেখা গেছে শ্রাবন্তীকে।

শোনা যাচ্ছে, অভিমন্যু এখন প্রেমিকার সঙ্গে লিভ-ইন করছেন। এতে মায়ের আপত্তি রয়েছে কি? শ্রাবন্তীর সাফ জবাব, ছেলে যা-ই করুক না কেন তাতে আপত্তি করব কেন? জীবন একটাই। তাই অভিমন্যু যা ভালো মনে করে, তাই করতে পারে।

ছেলের কী হবে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, সে যা চান, যা হতে চায়, তাতে মায়ের সম্মতি আছে। তিনি সবসময় মা হিসেবে আছেন। অন্যদিকে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। সামাজিক যো্গাযোগ মাধ্যম এই অভিনেত্রীকে ঘিরে সব সময় সরগোল। যদিও এসব নিয়ে কথা বলতে নারাজ তিনি।

কিছুদিন আগে শুভ্রাজিৎ মিত্রের নির্দেশনায় ‘দেবী চৌধুরানী’ ছবির শুটিং শেষ করেছেন তিনি। এখনো অনেক কাজ বাকি আছে। সব মিলিয়ে এই মুহূর্তে ভীষণ ব্যস্ত শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

শেয়ারনিউজ, ১২ মে ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে