ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

উত্থানের দিনেও ৬ কোম্পানির শেয়ারে হতাশ বিনিয়োগকারীরা

২০২৩ ডিসেম্বর ০৩ ১৭:০৯:৩০
উত্থানের দিনেও ৬ কোম্পানির শেয়ারে হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : আগেরদিনের ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিসব রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮.৯১ পয়েন্ট। আজ ডিএসইতে শেয়ারদর বেড়েছে ৯৩টি কোম্পানির এবং কমেছে ৪৮টি কোম্পানির। অর্থাৎ আজ যে পরিমাণ কোম্পানির শেয়ারদর কমেছে, তারচেয়ে প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

এমন উত্থানের দিনেও ‘এ’গ্রুপের ৬ কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের হতাশ করেছে। যেগুলো আজ বড় পতন ঘটিয়ে ডিএসইর পতনের শীর্ষ তালিকায় প্রথম দিকে অবস্থান নিয়েছে। কোম্পানিগুলো হলো-সী পার্ল রিসোর্ট, সোনালী আঁশ, জেমিনি সী ফুড, মুন্নু এগ্রো মেশিনারিজ, শমরিতা হাসপাতাল ও কোহিনূর কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ।

কোম্পানিগুলো মধ্যে আজ সবচেয়ে বেশি পতন হয়েছে সী পার্ল রিসোর্টের। কোম্পানিটির আজ শেয়ারদর কমেছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩.৫৪ শতাংশ। কোম্পানিটি আজ ডিএসইর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

এর পরের অবস্থানে রয়েছে সোনালী আঁশ। কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৭ টাকা ১০ পয়সা বা ২.৭০ শতাংশ। কোম্পানিটি আজ ডিএসইর পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

একইভাবে আজ জেমিনি সী ফুডের শেয়ারদর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা ২.২০ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজের ১২ টাকা বা ১.৯৮ শতাংশ , শমরিতা হাসপাতালের ১ টাকা ৯০ পয়সা বা ১.৯৫ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৬ টাকা ৬০ পয়সা বা ১.৬২ শতাংশ। যে কারণে উত্থানের দিনেও আলোচ্য ৬ কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীরা আজ নাখোস। তারা এমনিতেই কোম্পানিগুলোর শেয়ারে বড় লোকসানে রয়েছেন।

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে