ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

নিরবে তলাচ্ছে দেশের শেয়ারবাজার!

২০২৩ নভেম্বর ২৮ ১৫:৪৮:৫০
নিরবে তলাচ্ছে দেশের শেয়ারবাজার!

নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারকে চাঙ্গা করতে সরকার নানা রকম প্রণোদনা দিয়েছে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্যাংক খাতে বিনিয়োগ সীমা বাজার মূল্যের পরিবর্তে ক্রয় মূ্ল্যে গণনা; মার্জিন ঋণের অনুপাত বৃদ্ধি, ব্রোকারেজ হাউসের লেনদেনের উৎসে কর কমানোসহ নানা রকম কর হ্রাস; বিদেশে ব্রোকারেজ হাউজের শাখা স্থাপন এবং বিদেশে প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের শেয়ারবাজারে সম্পৃক্ত করার লক্ষে ‘রোড শো’র আয়োজন।

কিন্তু সরকারের এতো সুবিধা ও প্রণোদনার পরও কোনোভাবেই ইতিবাচক হচ্ছে না দেশের শেয়াবাজার। যার ফেলে চোখে ঘুম নেই শেয়ারবাজারের বিনিয়োগকারীদের। সবার মুখেই যেন একই কথা- নিরবে তলিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের অর্থের জন্য নিরাপদ বিনিয়োগের জায়গাটি এখন যেন ক্রমাগত অনিরাপদ স্থানে পরিণত হচ্ছে। যদিও নিয়ন্ত্রক সংস্থার কর্ত্যাব্যক্তিরা বিনিয়োগকারীদের শান্তি দিতে যা যা করা সম্ভব, প্রায় সবগুলোই করছেন।

চলতি সপ্তাহের শুরু থেকেই শেয়ারবাজারে অস্থিরতা যেন আরও গভীর হয়েছে। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্টের বেশি। এদিন শেয়ারবাজারে যতগুলো কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে দ্বিগুণ কোম্পানির শেয়ারদর কমেছে।

দ্বিতীয় কর্মদিবস সোমবার পতনের বড় ধাক্কা দেখা গেছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ২০ পয়েন্টের বেশি। পতনের ধাক্কায় এদিন তালিকাভুক্ত ৪১২টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৭টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৩৪টি প্রতিষ্ঠানের দর। পতনের শীর্ষ কোম্পানিগুলোর বেশিরভাই শেষ বেলায় ক্রেতা সংকটে ভুগেছে।

আজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনের শুরুতে বাজারে বেশ ইতিবাচক ধারা দেখা গেলেও দিনের মধ্যভাগে ফের নেতিবাচক প্রবণতায় বাঁক নেয়। যার ফলে আজও পতনের বৃত্তেই আটকে যায় বাজার। আজ যতগুলো কোম্পানির শেয়ারদর বেড়েছে, তার চেয়ে দেড়গুণ বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। আর সূচক কমেছে সাড়ে ৬ পয়েন্টের বেশি।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজার এখন কতিপয় বড় বিনিয়োগকারীর নিয়ন্ত্রণে। তারা যেদিন বাজার ইতিবাচক চান, সেদিন বাজার ইতিবাচক হয়। আবার তারা যেদিন বাজার নেতিবাচক চান, সেদিন অপরিহার্যভাবেই বাজার নেতিবাচক হয়। বাজার নিয়ন্ত্রণে সাধারণ বিনিয়োগকারীদের যেন কোনো ভুমিকা নেই।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা:

আজও উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সাথে কমেছে টাকার পরিমাণে লেনদেনও। এদিন ডিএসইর লেনদেন তিনশ কোটি টাকার নিচে নেমে গেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আজ ৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.৮১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৯৯.৩৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির বা ১৮.০৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৬টির বা ২৪.৯২ শতাংশের এবং ১৭৪টির বা ৪৫.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২৯৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই আজ ১৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৮.৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.১৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩২ পয়েন্ট এবং সিএসআই ০.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০০৭.২৬ পয়েন্টে, ১৩ হাজার ২৬৮.৬৭ পয়েন্টে, একহাজার ৩০২.১৪ পয়েন্টে এবং একহাজার ১৬৪.৯২ পয়েন্টে।

আজ সিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে