ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
Sharenews24

ডিএসই এবং সিএসইর সাথে ব্যাংক এশিয়ার পারপেচুয়াল বন্ড সাবস্ক্রিপশন চুক্তি

২০২৩ নভেম্বর ২৫ ২১:২২:৪৭
ডিএসই এবং সিএসইর সাথে ব্যাংক এশিয়ার পারপেচুয়াল বন্ড সাবস্ক্রিপশন চুক্তি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া লিমিটেড প্রথম পারপেচুয়াল বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশনের জন্য সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর নিকুঞ্জে ডিএসসি টাওয়ারে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ, সিএসইর প্রতিনিধি রাহী ইফতেখার রেজা ও ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্যাংক এশিয়া প্রথম পারপেচুয়াল বন্ডের সাবস্ক্রিপশন চলবে আগামী ৭ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত।

ব্যাংক এশিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন, চীফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ইব্রাহিম খলিল, এফসিএ, ইনভেস্টমেন্ট ইউনিট হেড মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমন দাস, সিটি ব্যাংক ক্যাপিটাল রির্সোসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৫ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে