ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে পাঁচ হাজার কোটি টাকা

২০২৩ নভেম্বর ২৫ ১৫:১৯:৩০
সপ্তাহের ব্যবধানে মূলধন কমেছে পাঁচ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায় সপ্তাহে (১৯-২৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসই ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মোট বাজার মূলধন কমেছে পাঁচ হাজার ১৫১ কোটি ৪৪ লাখ টাকা। এছাড়া, সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ১৭৩ কোটি টাকা বা ৭.৯৬ শতাংশ। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ২৪২ কোটি ৫১ লাখ ৫২ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৪৯১ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকায়। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২ হাজার ৭৫০ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ২ হাজার ২ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১৭৫ কোটি ২৭ লাখ টাকার। সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ১৭৩ কোটি ১৭ লাখ টাকা বা ৭.৯৬ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে ফু-ওয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫৮ কোটি ৯৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৭ দশমিক ৯৪ শতাংশ।

দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ৮৭ কোটি ২৫ লাখ টাকা। ৮৬ কোটি ২৪ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ২৩.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৩৩.৭১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৭৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে একহাজার ৩৫২.৫৪ পয়েন্টে এবং দুইহাজার ১০৬.৭২ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৭৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির বা ১১.৩৮ শতাংশের, দর কমেছে ১২০টির বা ৩১.৭৫ শতাংশের এবং ২১৫টির বা ৫৬.৮৮ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৫ পয়েন্টে। সপ্তাহটিতে সিএসইতে ৩৮ কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ২১২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭০১ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৪ কোটি ৯০ লাখ ৫৫ হাজার ৯১৩ টাকা।

আলোচ্য সপ্তাহে সিএসইতে ২৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির বা ১৬.৯৩ শতাংশের, দর কমেছে ৭৯টির বা ৩১.১০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩২টির বা ৫১.৯৭ শতাংশ কোম্পানির।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেন শুরুর আগে সিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৮ হাজার ৫৩ কোটি ১৪ লাখ টাকায়। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ৪৫৩ কোটি ৬৩ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ২ হাজার ৪০০ কোটি ৪৯ লাখ টাকা কমেছে।

শেয়ারনিউজ, ২৫ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে