ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল এএমসি

২০২৩ নভেম্বর ২৪ ০৬:৪৪:১৪
শেয়ারবাজারে ফান্ড আনছে ইমারজিং গ্লোবাল এএমসি

নিজস্ব প্রতিবেদক : ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড শেয়ারবাজারে নতুন করে ফান্ড আনার উদ্যোগ নিয়েছে। প্রাথমিকভাবে ফান্ডটির আকার হবে ২৫ কোটি টাকা। তবে পরবর্তীতে ফান্ডটির আকার বাড়ানো হবে।

প্রস্তাবিত ফান্ডটির স্পন্সর-ডিআইটি আইডিয়াল ট্রাষ্ট কোওপারেটিভ লিমিটেড। ট্রাষ্টি হিসেবে কাজ করবে বিজিআইসি এবল কাস্টোডিয়ান হিসেবে থাকবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আইসিবি ক্যাপিটালের সাথে প্রস্তাবিত ফান্ডটি কাস্টোডিয়ান চুক্তি সম্পন্ন হয়।

প্রতিষ্ঠান দুটির পক্ষে স্বাক্ষর করেন আইসিবি ক্যাপিট্যাল মনেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাজেদা খাতুন এবং ফান্ড ম্যানেজার ইমারজিং গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ন কবীর।

আইসিবির নবনিযুক্ত চেয়ারম্যান ড. সুর্বন বড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি মিচ্যুয়াল ফান্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, কোওপারেটিভ সোসাইটিগুলোকে যদি এই ফান্ডের সাথে সম্পৃক্ত করা যায়, তাহলে শেয়ারবাজারে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এর ফলে আগামীতে শেয়ারবাজার নতুন গতি পাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, ইজিএএমলের এডভাইজার পংকজ কুমার মুৎসুদ্দী প্রমুখ।

শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে