ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
Sharenews24

হরতালে বাস চলাচল নিয়ে যে ঘোষণা দিল মালিক সমিতি

২০২৩ নভেম্বর ১৮ ১৮:৫০:৪৭
হরতালে বাস চলাচল নিয়ে যে ঘোষণা দিল মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, আগামীকাল রোববার (১৯ নভেম্বর) থেকে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। শনিবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বর্ধিত সভায় এই ঘোষণা দেওয়া হয়। এতে সমিতির প্রায় ১২০টি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাগিতে অগ্নিসংযোগ করেছে এবং ২২৫টি গাড়ি ভাঙচুর করেছে।

তিনি বলেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাড়ির ক্ষতিপূরণ পূর্বের ন্যায় এবারও প্রদান করবেন বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন।

সভায় হরতাল-অবরোধে ঢাকাসহ সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার জন্য সারা দেশের পরিবহন মালিকদের অনুরোধ জানানো হয়। নেতারা হরতাল-অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় তার জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।

শেয়ারনিউজ, ১৮ নভেম্বর ২০২৩

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে