ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

যে কারণে বোরকা পরবেন অপু বিশ্বাস

২০২৩ অক্টোবর ০২ ১০:৪৪:০৪
যে কারণে বোরকা পরবেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক : আসছে শারদীয় দুর্গাপূজা। দুর্গোৎসবের সময়, হিন্দুরা মজা, কেনাকাটা করে এবং দর্শনীয় স্থানে যায়। আর এবারের পুজোর আনন্দকে আরও আনন্দময় করতে কেনাকাটা কম করতে চান না অভিনেত্রী অপু বিশ্বাস। তিনি বলেন, বোরকা পরে কেনাকাটা করতে বাজারে যাবেন। তিনি পরিবারের জন্য কেনাকাটা করবেন।

অপু শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর সীমান্ত সম্ভারে লুবাবার শো-রুম পরিদর্শন করে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এবার পুজো ঢাকাতেই করব। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনো ভেবে উঠতে পারিনি। আরও দশদিন পর নিজেকে নিয়ে ভাবব। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বারবারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

অভিনেত্রী বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে- কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এ ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

এ সময় অপু বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ও ব্র্যান্ড প্রমোটর বর্ষা চৌধুরী, কোরিওগ্রাফার গৌতম সাহা ও লুবাবার কর্ণধার নেওয়াজ।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে