ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে মূলধন ফিরেছে তিন হাজার কোটি টাকা

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১১:৪৮:০৫
শেয়ারবাজারে মূলধন ফিরেছে তিন হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে বাজার মূলধন তিন হাজার কোটি টাকা বেড়েছে। আর টাকার পরিমাণে লেনদেন বেড়েছে এগার শত কোটি টাকা বা ৩৯.৮১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে পাঁচ কর্মদিবসের মধ্যে দুই কর্মদিবস সূচক বাড়লেও তিন কর্মদিবস কমেছে। তবে তিন কর্মদিবস সূচক কমলেও সপ্তাহ শেষে সূচক কিছুটা বেড়েছে।

আগের সপ্তাহের শেষ কর্মদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৫ হাজার ৯৩৩ কোটি ২৯ লাখ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭৯ হাজার ১০১ কোটি ৬৫ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন তিন হাজার ১৬৮ কোটি ৩৬ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন এক হাজার ১৪০ কোটি ৪১ লাখ টাকা বেড়েছে দাঁড়িয়েছে ৪ হাজার ৪ কোটি ৮১ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কর্মদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৮৬৪ কোটি ৪০ লাখ টাকা।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ৭.৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩০৯.৭৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪.০৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৬৪.৬১ পয়েন্টে এবং দুইহাজার ১৪৬.১০ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৮১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২টির বা ২৪.১৪ শতাংশের, দর কমেছে ৭৩টির বা ১৯.১৬ শতাংশের এবং ২১৬টির বা ৫৬.৬৯ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ০.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৪.১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ০.১৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ০.১৩ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.২৭ পয়েন্ট এবং সিএসআই ০.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৫৮.৫৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৭৮.৫৭ পয়েন্টে, একহাজার ৩০৮.২৪ পয়েন্টে এবং একহাজার ১৭১.০৯ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৭৮ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৪৭২ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৮ কোটি ৮৬ লাখ ২০ হাজার ১৩৬ টাকা বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৭৫ লাখ ০৩ হাজার ৩৩৬ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৬৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭১টির বা ২৬.৫৯ শতাংশের, দর কমেছে ৫৫টির বা ২০.৬০ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৪১টির বা ৫২.৮১ শতাংশ কোম্পানির।

শেয়ারনিউজ, ২৩ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে