ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
Sharenews24

এক ছেলেকে নিয়ে দুই নারীর বিবাদ

২০২৩ সেপ্টেম্বর ০৭ ১৯:২৪:৪৩
এক ছেলেকে নিয়ে দুই নারীর বিবাদ

নিজস্ব প্রতিবেদক : হজরত আবু হুরাইরাহ (রা.)-র বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। তিনি রাসূল (সা.)-এর কাছে নিচের ঘটনাটি শুনেছেন।

দুজন মহিলা ছিলেন। তাদের সঙ্গে ছিল দুই সন্তান। হঠাৎ একটা বাঘ এসে একজনের ছেলেকে নিয়ে গেল। অন্য মহিলা বললেন, 'আপনার ছেলেকে বাঘ ধরে নিয়ে গেছে।' অন্য মহিলা বললেন, 'না, তোমার ছেলেকে নিয়ে গেছে।'

দুই মহিলা তখন হজরত দাউদ (আ.)-এর কাছে বিরোধ নিষ্পত্তির আবেদন করেন। তিনি ছেলেটির বিষয়ে রায় দিলেন। অতঃপর তারা বের হয়ে দাউদ (আঃ) এর পুত্র সোলায়মান (আঃ)-এর কাছে গিয়ে বিষয়টি তাঁকে জানায়।

তিনি বললেন, একটা ছুরি নিয়ে এসো। ছেলেটিকে আমি দু টুকরো করে দুজনের মধ্যে ভাগ করে দিই। একথা শুনে তরুণী বললেন, এমন করো না। আল্লাহ আপনার প্রতি রহম করুন। ছেলেটি ওর।

সোলায়মান (আ.) তখন ছেলেটিকে অল্পবয়সী নারীর বলে রায় দিলেন। সহিহ্ বুখারি, হাদিস: ৩৪২৭

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে