ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড

২০২৩ সেপ্টেম্বর ০৭ ০৬:১২:০১
বিকালে আসছে তিন কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগুলোর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ।

ওয়ালটন হাইটেক

প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভা বিকাল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২২-জুন’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ২৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২৭ টাকা ৭ পয়সা।

আগের বছর ৩০ জুন, ২০২২ অর্থবছরে কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ ক্যাশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪০ টাকা ১৬ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট

প্রতিষ্ঠানটির সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।

সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৬৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২১ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল

প্রতিষ্ঠানটির সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে। একই সভায় কোম্পানিটির চলতি ২০২৩ অর্থবছরের প্রথম প্রান্তিক ও দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৬ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ২৯ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ২৭ পয়সা (নেগেটিভ)।

৩১ ডিসেম্বর ২০২০ ও ২০২১ অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি। সর্বশেষ ২০২১ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৮ পয়সা।

শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে