ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারের দুই বিদ্যুৎ কোম্পানির লোকসান ৫৫৯ কোটি টাকা

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৩:১৩:০১
শেয়ারবাজারের দুই বিদ্যুৎ কোম্পানির লোকসান ৫৫৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই বিদ্যুৎ কোম্পানির ২০২২-২০২৩ অর্থবছরে মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭৩ কোটি ২৩ লাখ টাকা। প্রতিষ্ঠান দুটি হলো-ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড এবং পাওয়াগ্রীড কোম্পানি লিমিটেড।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সংসদ সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রীর জানান, ২০২২-২৩ অর্থবছরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের লোকসান ২২৬ কোটি ৬৯ লাখ টাকা এবং পাওয়ারগ্রীড কোম্পানির লোকসান ৩৩২ কোটি ১৩ লাখ টাকা। দুই কোম্পানির লোকসানের পরিমাণ ৫৫৮ কোটি ৮২ লাখ টাকা।

লোকসানের কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, ২০২২-২৩ অর্থবছরে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ ব্যয় হয়েছে ১১ টাকা ৯ পয়সা। আর বিক্রি করা হয়েছে ৫ টাকা ৭৫ পয়সা। এতে প্রতি ইউনিটে ৫ টাকা ৩৪ পয়সা লোকসান হয়েছে।

এছাড়া ২০২৩ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গ্যাসের দাম প্রতি ঘনমিটার ৫ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা নির্ধারণ করায় বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ বেড়েছে।

শেয়ারনিউজ, ০৬ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে