ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ড্রাইভিং সিটে বিমা খাত

২০২৩ সেপ্টেম্বর ০৫ ১৬:০২:৪১
ড্রাইভিং সিটে বিমা খাত

নিজস্ব প্রতিবেদকঃ নিরবতা ভেঙ্গে আবারও জ্বলে উঠেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২০টি খাতের মধ্যে অন্যতম বিমা খাত। আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিমা খাতের ব্যাপক উত্থানে ভালো দিন পার করেছে শেয়ারবাজার। আজ খাদ্য ও আনুষঙ্গিক খাতকে হটিয়ে লেনদেনের সর্বোচ্চ স্থানটি দখল করে ড্রাইভিং সিটে বসেছে। আমারস্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বিমা খাতে মোট শেয়ার লেনদেন হয়েছে ২২০ কোটি ৬০ লাখ টাকার। যা ডিএসইর মোট লেনদেনের ৩৪.৭৬ শতাংশ। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৩৪ কোটি ৩০ লাখ টাকার।

আজ বিমা খাতের ৫৭টি কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪২টি ৭৩.৪৮ শতাংশ কোম্পানির। শেয়ারদর কমেছে ৮টি বা ১৪.০৩ শতাংশ কোম্পানির। আর শেয়ারদর অপরিবর্তিত রয়েছে ৭টি বা ১২.২৮ শতাংশ কোম্পানির।

আজ ডিএসইতে শেয়ারদর বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির মধ্যে সাতটিই বিমা খাতের। এই সাত কোম্পানির মধ্যে ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারদর ১০ শতাংশ বেড়ে সবার উপরে অবস্থান করছে।

এছাড়াও, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.৮৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯.১৬ শতাংশ, ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর বেড়েছে ৮.৫৭ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ৮.২০ শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৮৯ শতাংশ এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৯৭ শতাংশ করে শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে, আজ ডিএসইতে লেনদেনের নেতৃত্ব দেওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটিই বিমা খাতের। এই চার কোম্পানির মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

শেয়ারনিউজ, ০৫ সেপ্টেম্বর ২০২৩

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে