ঢাকা, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
Sharenews24

এবার পাল্টে গেল ইস্টার্ন ব্যাংকের নাম

২০২৩ সেপ্টেম্বর ০৪ ১৭:৩৭:৪৯
এবার পাল্টে গেল ইস্টার্ন ব্যাংকের নাম

নিজস্ব প্রতিবেদক : এবার পাল্টে গেল শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংকের নাম। কোম্পানি আইন ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী তপশিলি ব্যাংকের তালিকায় ‘ইস্টার্ন ব্যাংক লিমিটেড’-এর নাম ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি.’ হিসেবে পরিবর্তন করা হয়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে দেশের তপশিলি ব্যাংকের তালিকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইস্টার্ন ব্যাংক পিএলসি’ করা হয়েছে।

এই বিষয়ে রোববার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ)-এর ৩৭ (২) (সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

এই সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শেয়ারনিউজ, ০৪ সেপ্টেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে