ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
Sharenews24

কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সুখবর

২০২৩ আগস্ট ১২ ১৪:৫৭:৪৪
কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য সুখবর

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে বড় সুখবর পেতে যাচ্ছে প্রবাসীরা! দীর্ঘদিন বন্ধ থাকার পর খোলার অপেক্ষায় কুয়েতের ফেমিলি ভিজিট ভিসা। চলতি বছরের শেষের দিকে নতুন শর্তে এই ভিসা খুলতে পারে দেশটিতে। এ নিয়ে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের আশা, ভিসার শর্তগুলো সব দেশের প্রবাসীদের জন্য যাতে একই হয়।

দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের ফ্যামিলি ভিজিট ভিসা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সম্প্রতি এই ইস্যুটি নতুন করে আবারও আলোচনায় আসে।

স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা যায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের শেষে ফ্যামিলি ভিজিট ভিসা সংক্রান্ত নতুন শর্ত জারি করবে। ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াও প্রায় সম্পন্ন করা হয়েছে। কিছু দিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নথিপত্র জমা দেয়া হবে।

ভিসাতে নতুন যে শর্ত থাকবে তা পূরণ করা সাপেক্ষে একজন বৈধ আকামাধারী কুয়েত প্রবাসী তার মা, বাবা, স্ত্রী এবং ১৬ বছরের কম বয়সী সন্তানের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা নিতে পারবেন। তবে এর আওতায় কোন প্রবাসীর ভাই-বোন বা অন্য কোন আত্মীয়ের জন্য ভিসার অনুমতি থাকবে না।

দীর্ঘদিন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা অনেকে তাদের মা বাবা, স্ত্রী সন্তানকে কুয়েত ভ্রমণ করানোর আশায় আছেন। তারা মনে করেন, সব দেশের জন্য ভিজিট ভিসার শর্ত এক হলে তাদের ন্যায্য আশাও হয়তো পূরণ হবে।

জানা গেছে, ফ্যামিলি এই ভিজিট ভিসায় কুয়েতে এসে ভিসার মেয়াদ থাকাকালীন কুয়েত ত্যাগ করতে হবে। অন্যথায় ভিসা আবেদনকারীসহ ভ্রমণে আসা ব্যক্তিদের কুয়েতে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে। পাশাপাশি শাস্তি হিসেবে জেল জরিমানাও করা হতে পারে। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, ভিসা ফি অতীতের চেয়ে এবার শতভাগ বৃদ্ধি পেতে পারে।

শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে