ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
Sharenews24

এনসিপিতে যোগ দেননি, মাহফুজ জানালেন সত্যিকার কারণ

২০২৬ জানুয়ারি ৩১ ১৮:৪৮:১৫
এনসিপিতে যোগ দেননি, মাহফুজ জানালেন সত্যিকার কারণ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গড়ে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষস্থানীয় নেতাদের সমন্বয়ে। পদত্যাগের পর তথ্য উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের পুরোধা মাহফুজ আলম এনসিপিতে যোগ দেবেন—এমন ধারণা ছিল রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি সেই পথে যাননি।

এবার মাহফুজ আলম নিজে ব্যাখ্যা দিয়েছেন এই সিদ্ধান্তের। তিনি নিশ্চিত করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার আলোচনা বাস্তবেই চলছিল। তবে তাঁর ভাষ্য অনুযায়ী, এনসিপি যদি বৃহত্তর জুলাই প্ল্যাটফর্ম বা ‘আমব্রেলা’র আওতায় একটি স্বতন্ত্র তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করত, তাহলে তিনি সহজে যোগ দিতে পারতেন।

মাহফুজ বলেন, এনসিপির সঙ্গে জামায়াতে ইসলামীর জোটে যাওয়াই তাকে দলের সঙ্গে যুক্ত হওয়ার পথ থেকে সরে আসতে বাধ্য করেছে। তিনি ব্যক্তিগতভাবে সেই অবস্থানের সঙ্গে একমত নন। এজন্য কোনো রাজনৈতিক দলে যোগ না দিয়ে স্বতন্ত্রভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি উল্লেখ করেন, জনমনে হতাশা তৈরি হয়েছে। মানুষ একটি নতুন, পরিচ্ছন্ন ও সম্ভাবনাময় তৃতীয় শক্তির প্রত্যাশা করছিল, কিন্তু সেই প্রত্যাশায় ভাটা পড়েছে।

নির্বাচনী রাজনীতির প্রেক্ষাপটে মাহফুজ মনে করেন, এই জোটে জামায়াত সুবিধা পেতে পারে, কিন্তু এনসিপিকে জনমনে তৈরি হতাশা, আস্থাহীনতা ও ক্ষোভ সামলাতে হবে। তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন, দলটি তা কতটা করতে পারবে।

মাহফুজ আলম বলেন, প্রথাগত রাজনীতি থেকে দূরে থেকে তিনি সমাজ ও অর্থনৈতিক রূপান্তরের বিষয়ে মানুষের কাছে সলিডারিটি এবং বার্তা পৌঁছে দিতে চান। তাই নিজের আলাদা পথ বেছে নিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে