ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬
Sharenews24

‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত তালিকাভুক্ত কোম্পানি

২০২৬ জানুয়ারি ২৬ ১৪:৩২:৩৪
‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত তালিকাভুক্ত কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা চিটাগাং পিএলসির ক্যাটাগরিতে পরিবর্তন এসেছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত করে ‘বি’ ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।

উভয় এক্সচেঞ্জ জানায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাধারণ শেয়ারহোল্ডারদের ০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। নির্ধারিত ডিভিডেন্ড প্রদানের শর্ত পূরণ করায় দ্য পেনিনসুলা চিটাগাং পিএলসিকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়। সোমবার থেকেই কোম্পানিটির শেয়ার ‘বি’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করেছে।

তবে ক্যাটাগরি পরিবর্তনের পরবর্তী বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে পরবর্তী সাত কর্মদিবস পর্যন্ত কোম্পানিটির শেয়ারের বিপরীতে কোনো ধরনের ঋণ সুবিধা প্রদান না করতে ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে ডিএসই ও সিএসই।

প্রসঙ্গত, দ্য পেনিনসুলা চিটাগাং পিএলসি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৮ কোটি ৬৬ লাখ ৭০ হাজার টাকা, যার ভিত্তিতে মোট শেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার ধারণের চিত্র অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের হাতে রয়েছে ৫৬.৮৬ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৬.১৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৩৬.৯১ শতাংশ শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে