ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে

২০২৬ জানুয়ারি ২৩ ১৫:১৯:৫২
সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ে জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে অবহেলিত ও গরিব করে রাখা হয়েছে। তিনি বলেন, “সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে।”

শুক্রবার (২৩ জানুয়ারি) পঞ্চগড়ের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, “উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই অঞ্চলই দেশের খাদ্য ও পুষ্টির বড় জোগানদাতা। আমরা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “উত্তরাঞ্চলের চারটি নদীকে মৃত কঙ্কালসার করে রাখা হয়েছে। দেশের প্রকৃত দরদি শাসক থাকলে এসব নদীর এমন পরিণতি হতো না।”

ডা. শফিকুর রহমান বলেন, “দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কখনো দেশ ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না। দেশ বদলে দিতে আমাদের পাঁচ বছরই যথেষ্ট।”

এ সময় তিনি ক্ষমতায় গেলে ৬৪ জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বলেন, “বিগত আমলে পাচার হওয়া সব অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।”

ভোট প্রসঙ্গে তিনি বলেন, “কেউ ভোট ডাকাতি করতে এলে তাকে রুখে দিতে হবে। তরুণদের দায়িত্ব এখনো শেষ হয়নি। নতুন কোনো দুর্বৃত্ত যেন আবার ফিরে না আসে, তা নিশ্চিত করতে হবে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে