ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

জামায়াতের নেতৃত্বে জোটের আসন ঘোষণা; কে কতটি পেল?

২০২৬ জানুয়ারি ১৫ ২২:৫৪:৩৫
জামায়াতের নেতৃত্বে জোটের আসন ঘোষণা; কে কতটি পেল?

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার আনুষ্ঠানিক রূপরেখা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে তাঁদের জোট ২৫৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যার মধ্যে জামায়াতে ইসলামী একাই ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সংবাদ সম্মেলনে জোটের শরিক দলগুলোর আসন বণ্টনের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। সমঝোতা অনুযায়ী, জামায়াতের প্রধান শরিক এনসিপি লড়বে ৩০টি আসনে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি এবং এলডিপি ৭টি আসনে প্রার্থী দেওয়ার সুযোগ পেয়েছে। জোটের অন্য শরিকদের মধ্যে এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে নির্বাচনে অংশ নেবে বলে জানানো হয়েছে। আসন বণ্টন নিয়ে শরিকদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের যুবসমাজের প্রতি বিশেষ আহ্বান জানান। তিনি তরুণদের ভোটকেন্দ্রে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানিয়ে বলেন, শুধু ভোট দিলেই হবে না, ভোটের সঠিক হিসাব বুঝে নিয়ে তবেই ঘরে ফিরতে হবে। জনগণের ভোট যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সে বিষয়ে তিনি যুবকদের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের তাগিদ দেন।

একই অনুষ্ঠানে শহীদ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে জামায়াত আমির আবেগঘন বক্তব্য দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওসমান বিন হাদির মতো বিপ্লবীদের হত্যার বিচার যদি নিশ্চিত করা না হয়, তবে ভবিষ্যতে দেশে আর কোনো সাহসী বিপ্লবী তৈরি হবে না। ন্যায়বিচার নিশ্চিত করা না হলে আন্দোলনের চেতনা ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে একটি ইনসাফভিত্তিক সমাজ কায়েম হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে