ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
Sharenews24

ফেব্রুয়ারিতে দুবার মিলছে টানা ৩ দিন ছুটি

২০২৬ জানুয়ারি ১৫ ২২:৪৭:০১
ফেব্রুয়ারিতে দুবার মিলছে টানা ৩ দিন ছুটি

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারি মাস সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে বিশেষ স্বস্তির বার্তা। ক্যালেন্ডারের পাতা অনুযায়ী, মাসের প্রথমার্ধেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবার টানা তিন দিন করে দীর্ঘ ছুটি কাটানোর সুবর্ণ সুযোগ তৈরি হতে যাচ্ছে। এতে ব্যক্তিগত কাজ ও বিশ্রামের জন্য বাড়তি সময় পাবেন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

ছুটির প্রথম সুযোগটি তৈরি হচ্ছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য তারিখ অনুযায়ী, ৪ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে শবে বরাত পালিত হতে পারে। সেক্ষেত্রে চাঁদ দেখা সাপেক্ষে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি বরাদ্দ থাকবে। এর পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মাসের শুরুতেই টানা তিন দিনের এক লম্বা অবকাশ নিশ্চিত হতে যাচ্ছে।

প্রথম দফার ছুটির রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মাথায় আসবে দ্বিতীয় দফার দীর্ঘ ছুটি। এবারের ছুটির কারণ হলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষিত সময়সূচী অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনী বিধি অনুযায়ী ভোটের দিন সারা দেশে সাধারণ ছুটি ঘোষিত থাকে। ফলে ১২ ফেব্রুয়ারির ছুটির পর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে আবারও টানা তিন দিনের অবকাশের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা। মূলত জাতীয় উৎসব ও ধর্মীয় অনুভূতির এই বিশেষ সমন্বয়ই ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মচারীদের জন্য এই আনন্দময় ছুটির সুযোগ করে দিচ্ছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে