ঢাকা, শনিবার, ৩ জানুয়ারি ২০২৬
Sharenews24

যে সিদ্ধান্তে ভেঙে পড়ল এনসিপি—দল ছাড়লেন ১০ কেন্দ্রীয় নেতা!

২০২৬ জানুয়ারি ০৩ ১০:৫৩:৫৪
যে সিদ্ধান্তে ভেঙে পড়ল এনসিপি—দল ছাড়লেন ১০ কেন্দ্রীয় নেতা!

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট ও সমঝোতার সিদ্ধান্তকে কেন্দ্র করে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) গভীর সংকটে পড়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে এ পর্যন্ত অন্তত ১০ জন কেন্দ্রীয় শীর্ষ নেতা পদত্যাগ করেছেন।

পদত্যাগের মূল কারণ

জামায়াতের সঙ্গে আদর্শগত বিরোধ

বিশেষ করে বাম ঘরানার রাজনীতি ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতারা এই জোট মেনে নিতে পারেননি

জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত যোদ্ধা, শহীদ পরিবার ও আহতদের মধ্যেও ব্যাপক অসন্তোষ

এক কেন্দ্রীয় নেতার ভাষ্য অনুযায়ী,“এনসিপি এটি নির্বাচনী কৌশল হিসেবে দেখলেও পদত্যাগকারীরা একে আদর্শগত আপস হিসেবে দেখছেন।”

যেসব ১০ কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেছেন

ডা. তাসনিম জারা – সিনিয়র যুগ্ম সদস্য সচিব

খালেদ সাইফুল্লাহ – যুগ্ম আহ্বায়ক

তাজনূভা জাবীন

মুশফিক উস সালেহীন – যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেল সম্পাদক

আরিফ সোহেল – যুগ্ম সদস্য সচিব

খান মুহাম্মদ মুরসালীন – কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

ফারহাদ আলম ভূঁইয়া – আইসিটি সেলের প্রধান

আল আমিন আহমেদ টুটুল – কেন্দ্রীয় সদস্য

আজাদ খান ভাসানী – কেন্দ্রীয় সংগঠক (মওলানা ভাসানীর নাতি)

মীর আরশাদুল হক – যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত প্রার্থী(তিনি ২৫ ডিসেম্বর, জোট আলোচনা শুরুর সময়ই পদত্যাগ করেন)

অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

পদত্যাগকারীরা সবাই দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন

কেউ ফেসবুকে ঘোষণা দিয়েছেন, কেউ অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন

কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলা ও ইউনিট পর্যায়েও পদত্যাগ হয়েছে

অন্তত ৫ জন নারী নেত্রী বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন, যাদের মধ্যে ২ জন মনোনীত প্রার্থী হয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন

জামায়াত–এনসিপি জোট প্রসঙ্গ

২৮ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করেন

পরে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও বিষয়টি নিশ্চিত করেন

দলীয় সূত্র মতে, ৩০টি আসনে জামায়াতের সঙ্গে সমঝোতা হয়েছে

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ জন কেন্দ্রীয় নেতা লিখিত আপত্তি জানান

তবে দলের বাকি অংশ নাহিদ ইসলামের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নেয়

এনসিপির জামায়াতের সঙ্গে জোট গঠন দলটির ভেতরে গুরুতর বিভাজন সৃষ্টি করেছে। আদর্শ বনাম নির্বাচনী কৌশল—এই দ্বন্দ্বের ফলেই একের পর এক শীর্ষ নেতার পদত্যাগ ঘটছে, যা আসন্ন নির্বাচনে এনসিপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে