ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬
Sharenews24

সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স-দেখে নিন ফলাফল

২০২৬ জানুয়ারি ০২ ২৩:১৬:১৩
সিলেট টাইটান্স বনাম রংপুর রাইডার্স-দেখে নিন ফলাফল

স্পোর্টস ডেস্ক: শেষের দিকে চাপের মুহূর্তে অভিজ্ঞতার ঝলক দেখাল রংপুর রাইডার্স। বিপিএলের লড়াকু ম্যাচে সিলেট টাইটান্সের মাঝারি লক্ষ্যকে বড় জয়ে রূপ দিল মাহমুদউল্লাহ রিয়াদ ও খুশদিল শাহর ঝড়ো ব্যাটিং। ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় রংপুর।

সাম্প্রতিক ম্যাচগুলোর স্কোর বিবেচনায় সিলেটের সংগ্রহ খুব একটা হালকা ছিল না। বোলিংয়েও তারা লড়াইয়ে থাকার আভাস দিয়েছিল। তবে শেষ দিকে রিয়াদ-খুশদিলের দৃঢ়তায় ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রংপুর।

এর আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রায় জয়ের মুখ থেকে হারের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন মাহমুদউল্লাহ। সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে শেষ বলে রানআউট হওয়ার দায় গিয়ে পড়ে তাঁর ওপর। একদিন পরই ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ১৬ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের শুরুটা মোটেও স্বস্তির ছিল না। ৪.১ ওভারে মাত্র ২১ রান তুলতেই ডেভিড মালানকে (১৯) হারায় তারা। এরপর তাওহীদ হৃদয় নাসুম আহমেদের বলে ১১ বলে ৬ রান করে বোল্ড হন। কাইল মায়ার্সও শুরুতে ধুঁকেছেন, শেষ পর্যন্ত ২৯ বলে ৩১ রান করে ফেরেন। অধিনায়ক লিটন দাস কিছুটা গতি আনলেও ২৫ বলে ৩৫ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরেন। তখনও জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল ৩১ বলে ৫১ রান।

এমন সময়ে দায়িত্ব নেন মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। পঞ্চম উইকেটে ৫১ রানের কার্যকর জুটি গড়ে ম্যাচ বের করে আনেন এই দুই ব্যাটার। রিয়াদ ১৬ বলে ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান, আর খুশদিল ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।

সিলেটের হয়ে খালেদ আহমেদ, সাইম আইয়ুব, নাসুম আহমেদ ও ইথান ব্রুকস একটি করে উইকেট শিকার করলেও শেষ রক্ষা হয়নি।

এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে সিলেট টাইটান্স। আফিফ হোসেন ধ্রুব ৩১ বলে সর্বোচ্চ ৪৬ রান করেন, আর ইথান ব্রুকসের ব্যাট থেকে আসে ৩২ রান। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি স্বাগতিকরা। রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট তুলে নেন।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে