ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

২০২৫ ডিসেম্বর ৩০ ১৬:৫৩:০২
আইসিবি ইসলামিক ব্যাংকের কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড সম্প্রতি কক্সবাজারের হোটেল দ্য সি-প্রিন্সেসে বিজনেস কনফারেন্স ২০২৫, স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬-৩০ এবং এমপ্লয়িজ কনফারেন্স ২০২৫ আয়োজন করেছে। ‘Rebuild Trust on ICB Islamic Bank’ প্রতিপাদ্যকে কেন্দ্র করে প্রথম দিনে ঢাকা ও চট্টগ্রামের প্রায় ২০০ কর্মকর্তা, আমানতকারী, ব্যবসায়ী এবং বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবুর রহমান, যিনি ব্যাংকের ধারাবাহিক উন্নয়ন, প্রো-অ্যাকটিভ পদক্ষেপ এবং প্রথম শ্রেণির ইসলামী ব্যাংকে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ব্যাংকের করপোরেট ক্লায়েন্ট ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে উপস্থিতরা ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দেন।

ব্যাংকের ইতিহাসে এটি প্রথমবারের মতো আয়োজিত এই কর্মসূচি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাংকের উন্নয়ন পরিকল্পনা ও রেগুলেটরি কমপ্লায়েন্স বিষয়ক তথ্য তুলে ধরেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে