ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খালেদা জিয়াকে নিয়ে সাকিব ও মাশরাফীর আবেগঘন বার্তা

২০২৫ ডিসেম্বর ৩০ ১৪:৫৬:২৭
খালেদা জিয়াকে নিয়ে সাকিব ও মাশরাফীর আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি মরহুমার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।

মাশরাফী লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাই। রাজনীতির দীর্ঘ পথচলায় তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দেবেন।”

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় মরহুমার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে