ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল দিলেন আবেগঘন বিবৃতি

২০২৫ ডিসেম্বর ৩০ ১১:৫৯:৩২
কান্নায় ভেঙে পড়লেন মির্জা ফখরুল দিলেন আবেগঘন বিবৃতি

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেত্রীর প্রয়াণের খবর পেয়ে তিনি সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন।

ধীরভাষ্যে তিনি বলেন, “আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতীয় অভিভাবক, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোক, এই ক্ষতি, অপূরণীয়। যে নেত্রী সারাটা জীবন জনগণের অধিকারের জন্য উৎসর্গ করেছিলেন, সেই নেত্রী আর আমাদের মাঝে নেই।”

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার মৃত্যুর ফলে বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে, যা গণতান্ত্রিক আন্দোলনেও প্রভাব ফেলবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সাংবাদিকদের সামনে কথা বলেন এবং ভারাক্রান্ত হয়ে পড়েন।

খালেদা জিয়া মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে