ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে এনবিআর

২০২৫ ডিসেম্বর ২৪ ১২:৪২:১৯
মেট্রোরেল যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাতায়াতে স্বস্তির প্রতীক হয়ে ওঠা মেট্রোরেল সেবায় যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। জনপ্রিয় এই গণপরিবহনে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আরও বাড়িয়েছে সরকার, ফলে নির্ধারিত সময় পর্যন্ত যাত্রীদের বাড়তি কর গুনতে হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট অব্যাহতি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কার্যকর রাখার সিদ্ধান্ত জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমীন শেখ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থ এবং পরিবেশবান্ধব আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেলের ব্যবহার আরও উৎসাহিত করতে সরকার আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দিয়েছিল। পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে সেই সুবিধার মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সম্প্রসারণ করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় গত ২৩ ডিসেম্বর।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, যানজট কমানো, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ রক্ষায় মেট্রোরেলের গুরুত্ব বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী স্বল্প খরচে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও রুটে দেশের প্রথম মেট্রোরেল সেবা উদ্বোধন করা হয়। পরবর্তী সময়ে ধাপে ধাপে এই সেবা মতিঝিল পর্যন্ত সম্প্রসারিত হয়। মেট্রোরেলে যাত্রীদের জন্য কোনো শ্রেণিবিভাগ নেই; সকলেই একই ভাড়ায় যাতায়াতের সুযোগ পান, যা এটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে