ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ফেরারি আসামিদের প্রার্থী হওয়া বন্ধ, ব্যাখ্যা দিল ইসি

২০২৫ ডিসেম্বর ২৪ ১১:৪০:২৯
ফেরারি আসামিদের প্রার্থী হওয়া বন্ধ, ব্যাখ্যা দিল ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নসংক্রান্ত আইনি অস্পষ্টতা দূর করতে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যাখ্যায় স্পষ্ট করে জানানো হয়েছে—আইনের চোখে পলাতক বা ফেরারি আসামিরা কোনোভাবেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একই সঙ্গে ‘অভিযুক্ত’, ‘পলাতক’, কারান্তরীণ ও জামিনে মুক্ত প্রার্থীদের ক্ষেত্রে হলফনামা দাখিলের নিয়মও নির্দিষ্ট করে দিয়েছে সংস্থাটি।

এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। পরিপত্রটি ইতোমধ্যে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে এবং মনোনয়ন যাচাইয়ের ক্ষেত্রে তা অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্রের সংযুক্ত হলফনামা ও অন্যান্য তথ্য দাখিলের বিষয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ছিল, তা দূর করতেই এই স্পষ্টীকরণ দেওয়া হলো।

ইসি জানায়, মনোনয়নপত্রের সংযুক্তি-১ অনুযায়ী ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের ক্ষেত্রে জামিনপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট আদালতের জামিন আদেশের সত্যায়িত কপি দাখিল করা ঐচ্ছিক হিসেবে বিবেচিত হবে। তবে কোনো প্রার্থী কারাগারে আটক থাকলে, তার হলফনামা অবশ্যই জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত হতে হবে।

এছাড়া ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যায় বলা হয়েছে, যেসব আসামির বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন, কেবল তাদেরই অভিযুক্ত হিসেবে গণ্য করা হবে।

নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য মনোনয়ন ফরমের তৃতীয় অংশে যে ব্যাংক হিসাব নম্বর উল্লেখ করতে হয়, সে বিষয়ে ইসি জানিয়েছে—প্রার্থী নিজে অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবই সেখানে গ্রহণযোগ্য হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যায় নির্বাচন কমিশন জানায়, ‘পলাতক আসামি’ বলতে সেই ব্যক্তিকে বোঝাবে—যিনি জামিন পাওয়ার পর আত্মগোপনে চলে যান, অথবা শুরু থেকেই আদালতে অনুপস্থিত থাকেন এবং আদালতের নির্দেশে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হয়ে পলাতক থাকেন।

এই সংজ্ঞার আওতায় পড়লে সংশ্লিষ্ট ব্যক্তি কোনোভাবেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য বিবেচিত হবেন না বলে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে