ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বেক্সিমকো সুকুকে বিনিয়োগকারীদের অনাগ্রহ: ৪ বছরে রূপান্তর মাত্র ৬ শতাংশ

২০২৫ ডিসেম্বর ২৩ ২৩:৪৩:১৬
বেক্সিমকো সুকুকে বিনিয়োগকারীদের অনাগ্রহ: ৪ বছরে রূপান্তর মাত্র ৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম সম্পদ-ভিত্তিক গ্রিন সুকুক ‘বেক্সিমকো গ্রিন-সুকুক আল ইস্তিসনা’ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম অনাগ্রহ তৈরি হয়েছে। সুকুক ইউনিটগুলোকে শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকলেও লোকসানের আশঙ্কায় বিনিয়োগকারীরা তা এড়িয়ে চলছেন। ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর তথ্যমতে, ২০২২ সালে যেখানে ১ কোটি ৭ লাখ ইউনিট শেয়ারে রূপান্তরিত হয়েছিল, সেখানে ২০২৫ সালে মাত্র ৩৫০টি ইউনিট রূপান্তরিত হয়েছে। গত চার বছর মিলিয়ে মোট রূপান্তরের হার দাঁড়িয়েছে মাত্র ৬.৩৬ শতাংশে।

২০২৫ সালে রূপান্তরের এই হার সর্বনিম্নে নামার পেছনে প্রধান কারণ হিসেবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ‘ফ্লোর প্রাইস’কে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বর্তমানে শেয়ারটির দর ১১০ টাকা ১০ পয়সায় আটকে আছে। বিনিয়োগকারীদের আশঙ্কা, ফ্লোর প্রাইস তুলে নিলে শেয়ারের দাম ব্যাপকভাবে কমে যেতে পারে। কারণ, রাজনৈতিক পটপরিবর্তনের পর বেক্সিমকোর ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে; তাদের গাজীপুরের গার্মেন্টস বিভাগ বন্ধ এবং টেক্সটাইল বিভাগ কেবল আংশিক সচল রয়েছে।

আর্থিক সংকটের কারণে ২০২৬ সালের ডিসেম্বরে সুকুকের মেয়াদ শেষে মূল টাকা ফেরত দেওয়া বেক্সিমকোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে আইসিবির নেতৃত্বে গঠিত একটি বিশেষ কমিটি সুকুকের মেয়াদ আরও ৬ বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করার সুপারিশ করেছে। ৩ হাজার কোটি টাকার এই সুকুক তহবিলের মাধ্যমে দুটি সৌর বিদ্যুৎ প্রকল্প এবং টেক্সটাইল সম্প্রসারণের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে কেবল তিস্তা সোলার প্ল্যান্ট সচল রয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণে করতোয়া প্ল্যান্টটি অকেজো হয়ে পড়ে আছে।

বেক্সিমকোর আর্থিক প্রতিবেদনও বিনিয়োগকারীদের চিন্তায় ফেলেছে। ২০২৪-২৫ অর্থবছরের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো প্রকাশ না হলেও, প্রথম ছয় মাসের হিসাবে তাদের আয় ১ হাজার ৪৪১ লাখ টাকা থেকে কমে মাত্র ৪১৫ কোটিতে নেমেছে। এ সময়ে কোম্পানিটি ৩৫৬ কোটি টাকা লোকসান গুনেছে এবং কোনো ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। এই অনিশ্চয়তার মুখে বিনিয়োগকারীরা শেয়ারে রূপান্তর না করে আপাতত সুকুকের অর্ধবার্ষিক মুনাফা গ্রহণ করাকেই নিরাপদ মনে করছেন।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে