ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

নিয়ম না মানায় ডিএসই ব্রোকারেজ হাউজের ট্রেডিং রাইট বাতিল

২০২৫ ডিসেম্বর ২৩ ২০:৪০:৩৭
নিয়ম না মানায় ডিএসই ব্রোকারেজ হাউজের ট্রেডিং রাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের সদস্য প্রতিষ্ঠান এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ৩০৮, যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্ধারিত বিধিমালা লঙ্ঘনের কারণে বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই জানায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট) বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেডের নামে ইস্যুকৃত ট্রেক বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিধিমালার বিধি ৭(১) লঙ্ঘন।

ডিএসই সূত্রে জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে স্টক ডিলার ও স্টক ব্রোকার হিসেবে নিবন্ধন সনদ পাওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে ব্যর্থ হয় এসকিউ ব্রোকারেজ হাউস লিমিটেড। বিধিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেডিং রাইট বাতিল করার সুযোগ রয়েছে। সেই বিধানের আলোকে ডিএসই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টদের মতে, ট্রেক ইস্যুর পর নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু না করা বাজারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে করে বাজারে নিষ্ক্রিয় ও অকার্যকর ব্রোকারেজ প্রতিষ্ঠানের উপস্থিতি বজায় থাকে, যা বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হলে বাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিনিয়োগকারী সুরক্ষা আরও জোরদার হয়।

তারা আরও বলেন, ডিএসইর এই সিদ্ধান্ত শেয়ারবাজারে নিয়মশৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানের প্রতিফলন। ভবিষ্যতে নতুন ব্রোকারেজ হাউজগুলোর জন্য এটি একটি স্পষ্ট বার্তা—নিবন্ধন পাওয়ার পর শুধু কাগজে-কলমে নয়, বাস্তব কার্যক্রম শুরু করাও বাধ্যতামূলক।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে