ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল মন্ত্রণালয়

২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:৫২:২১
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বড় সুখবর দিল মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন ১৫ ডিসেম্বর থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব (বিদ্যালয়-২) রাজীব কুমার সরকার।

বুধবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান শিক্ষকদের গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে তাঁদের বেতন একাদশ গ্রেড থেকে বাড়িয়ে দশম গ্রেডে নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তের পেছনে দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের নির্দেশনার প্রভাব রয়েছে। ২৭ অক্টোবর ৪৫ জন প্রধান শিক্ষককে গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়ে বেতন দশম গ্রেডে উন্নীত করা হয়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের বেতনও একই গ্রেডে উন্নীত করার উদ্যোগ নেয়।

বিগত বছরগুলিতে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার অনুমতি দিয়েছে। ৩ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভাতেও সুপারিশ করা হয়, যা এবার প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধিকে ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয় আশা করছে, এই উদ্যোগ প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সামাজিক মর্যাদা সুসংহত করবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, প্রধান শিক্ষকেরা এখন আরও সৃজনশীল ও উদ্দীপ্তভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবেন এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ও গতিশীল শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবেন। এছাড়া অন্যান্য শিক্ষক, অভিভাবক ও অংশীজনদের সহযোগিতায় প্রাথমিক শিক্ষার মান ‘কাঙ্ক্ষিত পর্যায়ে’ উন্নীত হবে বলে সরকারের প্রত্যাশা রয়েছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে