ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন রুমিন ফারহানা

২০২৫ ডিসেম্বর ২৩ ১৯:৪০:৪১
স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি ছেড়ে দিয়েছে। এর ফলে এই আসনে জোটের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন দলটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

তবে বিএনপির প্রার্থী তালিকায় নাম না থাকায় দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) তার সমর্থকরা মনোনয়ন ফরম সংগ্রহ করবেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মনোনয়ন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ৩ নভেম্বর বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে ২৩৭টি আসনের প্রার্থী ঘোষণা করলেও এই আসনের জন্য কোনো নাম ঘোষণা করা হয়নি। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মীরা আশা করতে থাকেন, জোটের প্রার্থী হিসেবে জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হবে।

দলের মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, ইনশাল্লাহ সবার দোয়ায় আমি নির্বাচন করব। আগামীকাল মনোনয়ন ফরম কিনব। এতো বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বুঝতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে কেমন করে জোট হবে। দল বাধ্য হয়ে আসন দিয়েছে।

স্বতন্ত্র ভোট করলে দল ব্যবস্থা নেবে কি না জানতে চাইলে রুমিন বলেন, যদি ব্যবস্থা নিতে হয় ওনারা নিশ্চই নেবেন৷ আমি তো আসলে বাধা দিতে পারব না।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ছাড়াও অন্তত অর্ধডজন প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি এই আসন শরিকদের জন্য ছাড়ে। বর্তমানে মাঠে জোটের প্রার্থী হিসেবে রয়েছেন জুনায়েদ আল হাবিব। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা আমির মোবারক হোসাইন আকন্দ, জাতীয় পার্টি ও সদ্য এনডিএফ থেকে মনোনয়ন পাওয়া অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাসসহ অন্যান্য দলের প্রার্থীরা অংশ নিচ্ছেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন, যা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও তীব্র করে তুলেছে।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে