ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জোট সমঝোতায় আসন হারালেন খালেদা জিয়ার আপন ভাগনে

২০২৫ ডিসেম্বর ২৩ ১৬:৩২:২৫
জোট সমঝোতায় আসন হারালেন খালেদা জিয়ার আপন ভাগনে

নিজস্ব প্রতিবেদক: জোটগত রাজনৈতিক সমঝোতার কারণে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে বিএনপি প্রার্থী দিচ্ছে না। দলটি আসনটি ছেড়ে দিয়েছে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থীর জন্য। এতে করে বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপন ভাগনে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়ন প্রত্যাশা পূরণ হয়নি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, নীলফামারী-১ আসনে বিএনপির পক্ষ থেকে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হচ্ছে।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের কলামদারপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করলেও নিজ এলাকায় তার সামাজিক ও রাজনৈতিক যোগাযোগ রয়েছে। দলীয় সিদ্ধান্তের আগেই তিনি নিজেকে প্রার্থী ঘোষণা করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

অন্যদিকে, বিএনপির মনোনয়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। তাদের অভিযোগ, জনপ্রিয় ও পরীক্ষিত নেতাকে বাদ দিয়ে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন এলাকায় বিএনপির কিছু নেতাকর্মীকে বিক্ষোভ করতেও দেখা গেছে।

প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করেন।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে ফিরে তুহিন চৌধুরী এলাকায় গণসংযোগ শুরু করলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়। ফলে এবারের নির্বাচনে তাকে ঘিরে শক্ত প্রত্যাশা তৈরি হয়েছিল।

এই আসনে অন্য দলগুলোর পক্ষ থেকেও শক্ত প্রার্থীরা মাঠে রয়েছেন। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নীলফামারী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। আর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ।

এমজে/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে