ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া

২০২৫ ডিসেম্বর ০১ ১৮:৩০:৩৫
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান আইয়ুব মিয়া

নিজস্ব প্রতিবেদক : দেশের পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে গঠিত নতুন প্রতিষ্ঠান ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ কেন্দ্রীয় ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় নতুন ব্যাংকের লাইসেন্স অনুমোদন করা হয়। একই সঙ্গে নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

নতুন ব্যাংকটি ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংক গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই পাঁচটি ব্যাংকের আর্থিক অবস্থা দীর্ঘ সময় ধরে নাজুক ছিল। বারবার তারল্য সহায়তা দেওয়া সত্ত্বেও তাদের অবস্থার উন্নতি হয়নি, শেয়ারবাজারে শেয়ারের দাম ব্যাপকভাবে কমেছে এবং প্রায় সব ব্যাংকের নেট অ্যাসেট ভ্যালু ঋণাত্মক অবস্থায় ছিল। এই পরিস্থিতিই একীভূতকরণের মাধ্যমে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের মোট পেইড-আপ ক্যাপিটাল নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দেবেন, বাকি ১৫ হাজার কোটি টাকা আসবে আমানতকারীদের শেয়ার থেকে। প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। এর আগে অর্থ মন্ত্রণালয়ের আবেদন অনুযায়ী গত ৯ নভেম্বর ব্যাংকটির প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছিল।

নতুন ব্যাংকের গঠনের মাধ্যমে দেশের ইসলামী ব্যাংকিং খাতে একটি বড় প্রতিষ্ঠান সৃজিত হচ্ছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে সহায়তা করবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে