ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া

২০২৫ ডিসেম্বর ০১ ১২:১৭:২৮
বিএনপিতে যোগ দিয়ে যা বললেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) গুলশানের বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন।

যোগদানকালে রেজা কিবরিয়া বলেন, "বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আজ আনুষ্ঠানিকভাবে দলের সদস্য হিসেবে যুক্ত হলাম।"

মহাসচিব মির্জা ফখরুল বলেন, "আমরা অত্যন্ত গর্বিত যে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিয়েছেন। আমাদের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। বিএনপির ৩১ দফার আলোকে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।"

রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীকে অংশ নিতে চান। এ আসন বিএনপি ইতোমধ্যে ফাঁকা রেখেছে। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি একই আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।

রাজনৈতিক জীবন শুরু করেছিলেন গণফোরামে, পরে সাধারণ সম্পাদক হয়ে দলকে দুই ভাগে বিভক্ত হতে দেখেছেন। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং বর্তমানে বিভক্ত দলের আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে