ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৭০ সচিবের মতামতের ভিত্তিতে নতুন পে স্কেলে পরিবর্তন

২০২৫ ডিসেম্বর ০১ ১২:০২:৩৭
৭০ সচিবের মতামতের ভিত্তিতে নতুন পে স্কেলে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : নবম পে স্কেল প্রণয়নে কমিশন এখন পর্যন্ত দেশের সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে চার দফায় মতবিনিময় করেছে। ৭০ জনেরও বেশি সচিব অংশগ্রহণ করেছেন এবং বাস্তবসম্মত সুপারিশ তৈরি করতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেছেন।

কমিশনের একটি সূত্র জানায়, অনলাইনের মাধ্যমে আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে মতবিনিময়ও সম্পন্ন হয়েছে। সর্বশেষ বৈঠকে সচিবদের দেওয়া মতামত সুপারিশ প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে।

নির্ধারিত সময়ের মধ্যে কমিশন চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার আশা করছে। ইতিমধ্যেই কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে। বিশেষভাবে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসে গুরুত্ব দেওয়া হবে।

কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে