ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের পরিচয় 

২০২৫ ডিসেম্বর ০১ ১১:৫০:২৬
জানা গেল মেট্রোরেলের ছাদে ওঠা সেই কিশোরের পরিচয় 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সচিবালয় রেলস্টেশনে মেট্রোরেলের দুই কোচের ফাঁক দিয়ে ছাদে উঠে পড়া কিশোরের পরিচয় মিলেছে। তার নাম ইয়াসিন। রোববার রাত ৮টার পর সে আগারগাঁও স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোরেলে ওঠে। সচিবালয় স্টেশনে পৌঁছার পর দুই বগির মাঝের হুক ধরে ঝুলতে দেখা যায় তাকে, পরে ট্রেনের ছাদে উঠে যায়।

তাঁর সঙ্গে থাকা আরেক কিশোর রেললাইনের ওপর দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিরাপত্তা কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ইয়াসিনকে ছাদ থেকে নিরাপদে নামাতে সক্ষম হন। ঘটনায় রোববার রাতেই মেট্রোরেল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, দুই কিশোরের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও অপরজন পালিয়ে গেছে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে।

ডিএমটিসিএলের সূত্রে জানা যায়, কিশোরটির বয়স প্রায় ১৩–১৪ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে কোনো শিশুসদনে ছিল এবং কিছুটা মানসিকভাবে অপ্রকৃতিস্থ হতে পারে। মেট্রোরেলের লাইনের ওপর বিদ্যুৎ সংযোগের কারণে ছাদে ওঠার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি ছিল।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে