ঢাকা, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

২০২৫ ডিসেম্বর ০১ ১১:৪৫:৫৬
সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. মুছা মিয়াকে (৫৯) গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার কচুরিপানা জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মুছা মিয়া ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

নিহতের সঙ্গে স্থানীয় একজনের তথ্য অনুযায়ী, হত্যার পেছনে টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব থাকতে পারে। নিহতের ছেলে মোহাম্মদ উজ্জ্বল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া তাকে ফোন করে হত্যার খবর দেন। ঘটনার পর তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল বলেন, “নিহতের হত্যার সঙ্গে কারা জড়িত তা এখনও জানা যায়নি। রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে এবং পুলিশ সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে