ঢাকা, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
Sharenews24

আইপিও রুলস নিয়ে তৃতীয় দিনের বৈঠকে বিএসইসি

২০২৫ নভেম্বর ২৮ ০০:০৪:৫১
আইপিও রুলস নিয়ে তৃতীয় দিনের বৈঠকে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিস) রুলস, ২০২৫’ নিয়ে ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ছিল এই আলোচনার টানা তৃতীয় দিন, যেখানে পুঁজিবাজারের বিভিন্ন অংশীজনদের মতামত শোনা হয়।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে। কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সভায় সভাপতিত্ব করেন। পরে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার এবং বুধবার একই খসড়া বিধিমালা নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে সংস্থাটি।

সভার আলোচনায় অংশ নিয়ে পুঁজিবাজারের স্টেকহোল্ডাররা খসড়া আইপিও রুলসের বিভিন্ন দিক তুলে ধরে মতামত ও প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন বলে জানা যায়।

এদিনের আলোচনায় উপস্থিত ছিলেন—বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম, আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং বিএমবিএ’র সভাপতি মাজেদা খাতুন। পাশাপাশি পিপিপি কর্তৃপক্ষের পরিচালক মোহা. আশরাফুল ইসলাম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব ফারজানা জাহান, এফআরসি’র নির্বাহী পরিচালক মো. তারেক কামাল ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোহাম্মদ কামাল হোসেনও উপস্থিত ছিলেন।

বৈঠকে আরও যোগ দেন বিএসইসির পরিচালক ও নির্বাহী কর্মকর্তারা, বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ, ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান এবং সিডিবিএল’র এমডি ও সিইও মো. আব্দুল মোতালেবসহ বিভিন্ন বাজার প্রতিনিধিরা।

এ ছাড়া আলোচনায় অংশ নেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান, আইসিএবি’র কাউন্সিল সদস্য মো. ইয়াসিন মিয়া ও জিয়াউর রহমান জিয়া, এফবিসিসিআই’র ডেপুটি সেক্রেটারি জেনারেল সৈয়দ আমিরুল ইসলাম, ঢাকা ব্যাংক সিকিউরিটিজের এমডি মো. নাফিজ আল তারিক, এমটিবি ক্যাপিটালের সিইও সুমিত পোদ্দার, বিএমবিএ’র নির্বাহী কমিটির সদস্য ইফতেখার আলম এবং ইউসিবি ইনভেস্টমেন্ট, এসএমই ফাউন্ডেশনসহ আরও অনেক প্রতিনিধিরা।

সালাউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে